তোমার শরীর যেন শ্বেতশুভ্রবাসে-
করিয়াছ নিবেদিত ভঙ্গীতে তোমার!
বসন্তধরিত্রী পথে আমি পরবাসে
বন্যার শরীর দেখি কোন উপমার!
তোমার শরীর মাঝে বন-ফুল-পাখি
উড়ে এসে জড়ো হয় গভীর শান্তিতে
দেখে আমি ক্লান্ত আজ শতদল আঁখি;
তোমাকে নির্মাণ করি পাথর আর্তিতে।


প্রহর ঘনায় এসে! আমি ভালোবাসি-
তোমার উন্মুক্ত মন সেই পানপাত্র;
লালগোলাপের তলে তুমি এলোকেশী-
যন্ত্রণায় মিশে থাকি রূপ দেখা মাত্র!
এসো আজ বাহুডোরে আমার গভীরে-
তোমার শরীরে ডুবি পিপাসার ঘরে।
              ***