সেদিন তুমি খবরে, ছিল হাঁটাই নিয়তি!
কাপড়ে জড়ানো দেহ, না ছিল অন্য সংগতি।


দুর্গম অভয়ারণ্য কালাহান্ডির সকাল-
তোমার সাথে চাঁদনি বিদায়ের চিরকাল।


মৃত স্ত্রী ঘাড়ে তোমার মিডিয়া নজরে আসে-
বিশ্বজুড়ে হইচই সবাই তোমার পাশে।


শেষে কপাল ফিরল, বিমানে চড়লে দানা
মেয়েদের লেখাপড়া সাথে অন্য সে ঠিকানা।


জমি, টাকা, যোজনায় ভালো আছ ঠিক ঠিক
সবাই চিনেছে আজ, তুমি চালাচ্ছ বাইক।


সেই কাঁধে ছবিখানি কি যায় আসে লোকের!
ঘরেতে বউ তোমার দেখি তৃতীয় পক্ষের।
             ------