আমার ঘরের পাশে গাছ
সে নাম না জানা পাতা;
ছায়াতে কাটে উদাস দুপুর
আমার ছবির খাতা!


গাছেরা খুঁজে চলেছে নদী
নদী সবুজের দেশে;
আঁকা বাঁকা সেই গ্রাম ঘুরে
মমতায় ভালোবেসে।


আমার ঘরে পাতার রঙ
হাজার রঙেতে রাখি;
গুপ্ত বাতাস এসে দোলায়
ভিজেছে আমার আঁখি।


সেই পথে এসে মেলে আজ
বেঁচে থাকা শত স্বপ্ন;
আমরাও সুখি আজ গাছে
আমি বুঝি পরিপূর্ণ।
       -----