চাহিদার শেষ নেই যেন
আছে সবুজ রাতের ভিড়ে;
আমাকে কেমন করে চেন!
রেখে দাও ওই যে অন্তরে।


সব জানি গণিতের ভুল
পুঞ্জিভূত সব গন্ধরস;
আছে বেঁচে একা মশগুল
আমাতেই আমি যে বিবশ।


দেশে কত আজ উৎযাপন
ফুল মালা সাথে ভালোবাসা;
আমি তা দেখব যে কখন
মনেতে মাতাল সব আশা।


গোপনেতে শুকাইছে প্রেম
মাতাল গন্ধরা শুধু আসে;
পৃথিবী চলতে গেছে থেমে
যদি রাখে ক্ষমতার পাশে।
     ----