আজ যে খুব আমাদের কথা মনে পড়ছে কমলেশ!
আমাদের বিয়ের কথা।
তোমার সাথে আমার যখন বিয়ে হয়
সেটা ছিল ফাগুন মাস
পূর্ণ  বসন্ত!
রঙ্গিন পলাশের রঙ্গে আমি স্নিগ্ধ হয়েছিলাম
সেটাই ছিল আমার প্রেমের রং
কত স্বপ্ন দেখেছিলাম কমলেশ তোমাকে নিয়ে।


তুমি খুব ভালো সেজেছিলে
আমিও।
তোমার হাতে হাত রেখে এক পরম শান্তি পেয়েছিলাম সেদিন
সে কি শান্তি!
পাখির মতো গলা তুলে তোমার চোখেই চেয়েছিলাম
তোমাকে বরণ করে নিয়েছিলাম
আমার শিরা উপশিরায়।
সেই ছিল স্বপ্ন দেখার শুরু।
কিন্তু তুমি আমাকে নিয়ে এত স্বপ্ন কি কখনই দেখেছিলে!