এসো আজ মিশি ভাষ্যের ধারাপাতে-
বধির স্বপনে জেগে থাকি সাক্ষাতে!
আমি কি জানি না, তবুও আমার মতো
নগরবিলাপে বেদনা যে শত শত।


আমাদের নেই, শক্তি কোনো এ বোধে
তবুও প্রকাশ দীপ্ত সে প্রতিরোধে;
শরতে বিনীত বসন্ত মৃদু আশা
নারীর চোখেতে কোন বোধে জিজ্ঞাসা।


আমি ভাষাহীন উত্তাপ এই সাঁঝে-
শীতল আগুন নিথর দেহের মাঝে।
          -------