ভোরের আলোর পথে এসে
গাছেতে ফুটল কত ফুল;
ফুলগুলি বাতাসেতে ভাসে
আনন্দেতে সাজায় দুকূল।


উদিত আলোর এই মাঝে
আনন্দের এ অসীম সীমা;
হৃদয়ে বাজিছে পুণ্য কাজে
দেখেছি তার কত মহিমা।


কিছু ফুল পূজা পেতে চায়
কিছু তার ঝরিবে সকালে;
তবুওতো আমরা সহায়
ভালো লাগে প্রথম সকালে।


জানি কত ফুটবে আবার
দুলে দুলে মিলিবে শাখায়;
ব্যর্থতা মাঝে জন্মিবে আর
লেখা থাক কবিতা কথায়।