ভোরের চুমুতে গড়িয়েছে লালারস
মিশেছে মিছরি পড়ে থাকা শেষ পাতে;
করেছি নিমেষে তোমার শরীর বস
ওরা মিশে গেছে জোছনার শেষ রাতে।


বেয়ে ওঠে গান আমার বিছানা ছুঁয়ে
আমার শরীর দেখে নেয় চোখ-উরু;
আমি ঝেরে ফেলি মায়াগুলি একগুয়ে
এ-গলি ও-গলি পরিচিত দুরুদুরু।


লাল হয়ে আসে সব কামড়ের ক্ষত
আঁধারের শেষে জ্বলে ওঠে মোমবাতি;
শুনেছি নীরবে আর্তনাদ ছিল যত
এভাবেই কাটে আবার একটা রাতি।