মাটির বাড়ি মাটির ঘর
মাটির বিছানা,
আসছি একা যাবো একা
সঙ্গে কেউ যাবেনা।
মা-বাবা আত্মীয়-স্বজন
কাঁদবে সর্বলোকে,
দুই পাশের মাটি বলবে
আসো আমার বুকে।
কোথায় রবে বাড়ি গাড়ি
কোথায় রবে টাকা,
সারে তিন হাত মাটির নিচে
দিবে আমায় ছাপা।
বন্ধু বান্ধব বলো তুমি
কেউ তো যাবে না,
যাবে তোমার নামাজ রোজা
বেহেস্তের ঠিকানা।