তুই পৃথিবী আমি মেঘ
বৃষ্টি হয়ে ঝরে পড়ি তোর বুকে
সিক্ত করি তোকে ভালোবাসার কোমল স্পর্শে।
আমার আর যত মেঘ বন্ধুরা
তোকে আমাকে নিয়ে কানাকানি হাসাহাসি করে।
তুইও আনন্দ পাস ওদের কথায়
জানি জানি।
একটু মান একটু অভিমান
লাজুক চোখের কোণে
এক চিলতে রোদের ছটায়
ঝিলিক দেয়।
তুই আর চিঠি লিখিস না আমায়
একটু কাব্য একটু ঢং একটু আহ্লাদ
পারিসও বল এতো ছলাকলা
ওটা আমাকেই মানায়-
তোকে না।
তুই পাহাড় আমি ঝরণা
তিরতির করে বয়ে চলি তোর বুক চিরে
তুইতো ভালোইবাসিস এসব-
শুধু মুখে বলিস না।
এখন আমি নদী হলাম আর তুই পাথার
আছড়ে পড়ব তোর বুকে
প্রসারিত দু'বাহু দিয়ে আগলাবি আমায়
মিলাব তোতে
আর কে দেখে এই আহ্লাদ।।