শহুরে বিষণ্নতা হঠাৎ আঁকড়ে রাস্তার চিঠিগুলো,
ডুবে থাকা টি-ব্যাগ জানে আমাদের ভুলগুলো,
ধূলো, বইয়ের ভাজে জমে থাকা ধূলো।
কালো, বিকেল ক্রমশ হচ্ছে কালো।
মোমের আলোয় ভ্রমের আঁধার বোঝা হয়ে থেকে যায়,
প্রণাম নেবার প্রমাণ আমায় গ্রাস করে নেয়...


ঘোলাটে বিকেল ঠিকানা খুঁজে ফিরে অগোছালো,
খালি মগটাই জানে কফির আড্ডা কত জোরালো,
আশা, অন্ধ ভিখারীর বুকের কোণে আশা।
নেশা, বাজিয়ে বাঁশি বাড়ছে পাখির নেশা।
সোয়া নদীর ধোঁয়া দেখি রিকশায় চলে যায়,
প্রণাম নেবার প্রমাণ আমায় গ্রাস করে নেয়...