চলতি পথে যদি হয় দেখা,
চোখে চোখে দেয়া নেয়ার কথা;
হয়েই যদি যায় কোন একদিন।
ভালবাসা কি সেদিন;
সিডর কিংবা নার্গিসের মতো তীব্রতর হবে।
সময়ের সাথে হয় কি মনের ক্ষয়।
আকাঙ্ক্ষা কেন পুষে রাখে হৃদয়।
মুখ ফিরায়ে লয় যে সময়,
তার কাছে যাচে হয়তো পরাজয়,
অন্য কিছু নয়।
ঘাসের চাদরে কুয়াসার শিশিরজল;
মনে রাখে সকাল।
দুপুর রোদ্দুরে হাওয়ার ঝাপটা আর ঝরা পাতা।
ছিন্নপত্র খেলা যে নিশ্বাসে,
সেথা বিশ্বাসে কি নিশ্চয়তা।
শিউলি শুকায় অপারগতায়;
নক্ষত্রেরাও কুয়াসায় ঢেকে যায়।
অমাবস্যাতিথিতে অন্ধতাসম কালে,
জোনাকিপোকা নিভে আর জ্বলে।
আর এই শহরে নিয়নবাতি গুলো;
আধার কেড়ে নেয় জ্বেলে রহস্যময় আলো।
চাঁদ অবিরত বিলায় জোছনা-
এখানে অথবা অন্য কোথাও।
খোলা ছাদে, কখনও জানালার পাশে,
কিংবা বালিশে মাথা রেখে এপাশ ওপাশ।
দুচোখে ভর করে নির্ঘুম স্মৃতির বিলাস।
টুংটাং, রিকসার আওয়াজ রাত্রি দু প্রহরে।
দু ধারে অট্টালিকার সারি নিশ্চুপ চরা চরে।
সহসা আবারও মনে প'ড়ে,
যদি দেখা হয়,
ভালবাসা কি এমনি অমোঘ নিশ্চুপ রবে।
নাকি ত্রি চক্র বাহনের মতো;
নীরবতা চিরে অকস্মাৎ কথা কবে।