শশি তুমি কার?
আকাশের না আমার?
আরে যাও অতো কারো নয়,
অতো সৃষ্টি বিধাতার।
সুখ তুমি কার?
আরে বোকা সে তো একাগ্রে সবার।
দুঃখ তবে কার?
এখনো বুঝলে না?
সে তো একান্তই আপনার।
সুখ দুঃখ বা আমি নই কি সৃষ্টি বিধাতার?
ভুল বুজছ কেন?
যত্ন করে গড়েছে বিধাতা তোমারে,
তারই মত, তবে অতি ক্ষুদ্র সত্তা করে,
সুখ দুঃখ লয়ে আপন ভুবন গড়িবার।
দেয়নি সে ক্ষমতা,
বিধির বিধান খণ্ডাইবার।
তাই যদি হয় তবে-
নিজ ভুবনে বন্দি করলাম আজ নিজেকে।
হোক তবে ‍ভুখা হরতাল -
হোক হোক!
হোক আমরন অনসন-
হোক হোক!
যতক্ষন ঈশ্বর না আমারে ডাকে।
সবাই বলিয়া উঠিল-
আরে আরে ভায়া করো কি করো কি !
মৃত্যু সমন ছাড়া ঈশ্বর ডাকিয়াছে কাকে?


07/10/2015