কেন শুধু-
অকৃতপরাধে দহন হৃদয় জুরে।
কেন ভালবেসে দূর থেকে আরো দূরে।
কেন নক্ষত্র হয়ে জ্বল জ্বল অলস দৃষ্টি সয্যায়।
কেন দুজনে মুখোমুখি-
তবু প্রেম অবনত লজ্জায়।
কেন শুধু-
ঝাপসা চোখে চেয়ে থাকা-
একাকি মৌন বিকেলে,
উদাস, রং হীন দৃষ্টি নিয়ে।
কেন নয়-
আবেগী রাত,
জোছনার মাঝে রেখে হাতে হাত।
কেন নয়-
হারিয়ে যাওয়া,
অই নীল দিগন্তের শেষ সীমানায়।
যেখানে শুধুই সুখ কথা কয়।