একি করিলে, মনটুকু নিলে,
বিনিময়ে মোরে কি দিলে;
মুখ ফুটে কিছু বলো।


ঝড় উঠেছে হৃদয়ে মম।
নয়ন সমুখে নিকষ তমঃ।
এই কি তবে ভালো।


তুমিময় জুরে আমার আকাশ,
মেঘের ডানায় তুমুল বাতাস,
ভাসায়েছি তরী দ্বিজ ঢঙ্গে।


ওগো প্রিয়ভাষিণী, মোর প্রিয়ংবদা,
সরায়ে আড়াল, মুছিয়া দ্বিধা,
যাবে কি আমার সঙ্গে।


চলার পথে রবো একসাথে,
তোমায় নিয়ে সুখে, সংঘাতে।
কেমন হয় তবে বলো।


চন্দ্রলোকে হবে চন্দ্রাবতি তুমি,
তোমা তরে হবো দিনমনি আমি।
দ্যুলোকের স্বপ্ন সাজাই চলো।