সহজ কথাটি সহজে বলা হলো না।
কঠিন সময় এলো গেল,
হলো কিছু কঠিন বাক্য বিনিময়,
তবু কথাটি বোঝানো গেল না।
জানা হলো না কিছু অনুভূতির কথা।
যা শুধু একান্ত ব্যক্তিগত হয়েই রয়ে গেল।
অবিরত অভিনয়ে তুমি আমি,
কেটে যাবে দিন, মাস, বছর,
এভাবেই হয়তোবা একটি জীবন সফর।
তবু তুমি আমি জানবো না,
আনবো না কথাটি কথার মাঝে,
তবু রয়ে যাবে মস্তিষ্কের গহনে সুপ্ত বা মৃত হয়ে।
সহজ কথাটি সহজ বা কঠিন হয়ে।