কতবার তুমি এসে,
চুমু খেয়ে জীবন ললাটে,
করেছো নিঃশব্দ প্রস্থান।
হে প্রেম, তোমাকে বলিনি বিদায়।
করেছি বক্ষ মাঝে ধারণ।
বলেছি শুধু আসবো তোমার পরে,
আঁকবো শেষ চুম্বন তোমার অধরে।
স্বর্গ নরকের তুমুল লড়াইয়ে,
দাউ দাউ করে জ্বলে উঠেছে-
ভালোবাসার চারণভূমি,
ঝলসে গেছে শরীর,
অবজ্ঞা ভরে হেটেছি দগ্ধ পায়,
রক্ত সলিল সিক্ত করেছে হৃদয়।
আকাশ থেকে কালো মেঘেরা-
বিদ্যুৎলীলা হিংস্র গর্জন করে হেসেছে হাসি উপহাস।
মৃদু ভ্রুকুটি হেনেছি তারে।
ঝরো বাতাসে অশান্ত সময় সাগর,
উত্তাল ঢেউ ভেঙ্গে পাড়ি দিতে,
তোমার কাছে আসবো বলেই পাইনি ভয়।
হারিনি অস্থির এই সময়ের কাছে।
থেকেছি স্থির অবিচল।
যতবার তুমি এসে দাঁড়িয়েছ,
চোখের ধূলিকণা সরানোর ছলে,
নৈবেদ্য যে প্রেম ঢেকেছ অশ্রু সজলে।
দেখেছি তারে।
যোদ্ধা নই, খুব সাধারণ প্রেমিক আমি।
প্রতিজ্ঞা থেকে নয়, দায় থেকে নয়,
আসবো ভালবেসেছ বলে।
বলেছিতো আসবো তোমার পরে।
আঁকবো শুভ্র স্নিগ্ধ মৃত্যু চুম্বন-
তোমার অধরে।