মন ভাল নেই, বাইরে হাওয়া,
বৃষ্টি মাঝে আকাশ কাঁদে অবিরত,
অনুভূতিরাও কর্মরত।
দুলকি চালে বাড়ছে চাওয়া,
এরই মাঝে অচিন হাওয়া,
বাড়ায় আগুনটারে আরো।
মন ভাল নেই, আকাশ বুঝে,
আমার মাঝে প্রাপ্তি খুঁজে,
মেঘালয় থেকে বাষ্প হয়ে-
বুকের মাঝে এলো।
গাছের পাতা মুরঝে গেছে,
পাখির পালক চুয়েছে জল,
আমার চোখও টলমল।
লাগছে না ভাল কিছুই যখন,
মনের মাঝে দেখছি তখন,
একহাঁটু কাদাজল।