নয়নের আড়ালে অন্য নয়নে।
ছায়া হয়ে দিবানিশি স্বয়নে স্বপনে।
ছবি হয়ে প্রতিচ্ছবি মনেরই আয়নায়।
তারই পরছায়া পড়ে হৃদয়ের জানালায়।
চেতনার পাশাপাশি অবচেতন ভাবে রয়।
বাতাসের ও পাশে থমকে গিয়েও অবিরত কথা কয়।
ধ্বনি প্রতিধ্বনিত হয়ে ফিরে ফিরে আসে।
তারই রেশ টুকু থেকে যায় আমার চারিপাশে।
যার অস্তিত্ব করে শুধু অভিনয়।
পঞ্চইন্দ্রিয়ের অনুভবে নয়।
টের পাই নিশ্বাসের ওপাড়ে মৃত্যু যন্ত্রনা হয়ে।
কষ্টেরা ঝরে প'ড়ে ক্ষয়ে ক্ষয়ে।
ক্ষণে ক্ষণে অনুক্ষণে,
আমারে ডেকে যায় অন্য ভুবনে।


11/10/2015