ঘরের পাপোশটির দিকে তাকিয়ে-
কাটিয়ে দিলাম একটি দিন,
বেশতো ছিল সে একদিন সুন্দর পরিপাটি,
আজ দেখছি তারে মলিন।
পায়ের ধুলোয় কিছুটা ওজন বেড়েছে যদিও,
রুপটা থেবড়ে গেছে, হয়েছে ক্ষয়।
একদিন সে ছিল সুন্দর,
আজ তাকালে সে আর বুঝবার নয়।
ঘরখানা যাতে নোংরা না হয়ে যায়,
সেদিকে খেয়াল রাখতে গিয়ে আজ তার অবস্থা।
আজ এঘরের সাথে সে বেমানান।
ধুলো মুছায়ও রাখা যাচ্ছে না আর তার উপর আস্থা।  
একদা যারে কিনেছিলাম কত না যতনে-
ফেলে দিতে হবে তারে।
ফুরিয়ে গেছে সে আজ এ বাড়ির তরে,
ঠাই হবে কোনো ভাগাড়ে।
এই সংসারে এমন অনেকে আছে,
যারা পাপোশের মতো থেকে যায়।
স্বজন পরিজন চলার পথে তাদের মনের-
ধুলো ময়লা গুলো সব তার উপর ঝেরে যায়।  
হায়রে পাপোশ, হায়রে মানুষ,  
চেয়ে দেখো আয়নায় নিজেরে,
পাক ধরবে চুলে, হয়ে যাবে বুড়ো,
মরে গেলে তোমারে ফেলে দিয়েে আসবে কোনো কবরে।