সেই যে গেছি চলে,
আসি নাই আর ফিরে।
জন্মি নাই বৃক্ষ হয়ে কোন বাগানে,
বহুদিন হয়নি দেখা তোমার সাথে বিজনে।
ফুটিনি শ্বেতকাঞ্চন কিংবা সন্ধ্ব্যামালতী হয়ে,
উড়িনি বসন্তবৌরি হয়ে তোমার আকাশ ঘিরে।
দেইনি দোলা বাতাস হয়ে তোমার হৃদয় ঝাওবনে।
তবু সাধটুকু আজও আছে,
হয়তো কোন একদিন-
তোমার জন্য,
শুধুই তোমার জন্য!
চিরচেনা এই শহরের রাস্তায় ফুটপাতে,
অপেক্ষায় দাড়িয়ে ভিজবো বৃষ্টিতে।
বাঁচবো হয়ে বন্য,
তোমার মনের বনে।
দৃষ্টি হারাবো,
হারাবোনা তোমাকে।
কণ্ঠ দেবে সুর, শোনাবে গান তোমারে-
জাগবো দুজনে,
ভিজবো জোছনা স্নানে।
মাখবো চাঁদের আলো সারারাত,
রাত্রি ফুরালে ভোরের আকাশে,
রবির আগমনী বার্তায়,
দেখব অস্তগামী চাঁদের ফিকে রুপ।