সহস্র শতাব্দী যেমন নিঃশব্দে-
কড়া নাড়ে সহস্র দ্বারে ।
ঠিক তেমনই তুমি এসেছিলে,
আজকের পূর্বাভোরে।
তুমি এসেছিলে বহুদিন পরে।
এসেছিলে ঘুম ঘুম স্বপনে।
নিঃশব্দে কড়া নেড়ে গেলে,
আমার হৃদয় গহনে।
নিষাদের ভিড়ে, অবসাদের ঘোরে, বিষন্ন হৃদয়ে-
প্রসন্ন প্রদ্বিপ জ্বেলে দিয়ে গেলে নিঃশব্দে স্বযতনে।
তুমি এসেছিলে বহুদিন পরে,
এসেছিলে আজকের শীতার্ত ভোরে,
এসেছিলে আমার তন্দ্রাচ্ছন্ন অবচেতন মনে।
তবু তো তুমি এসেছিলে,
হোক না সে বহুদিন পরে,
যদিওবা ঘুম ঘুম মনে,
অবচেতনে, স্বপনে।