তোমার সব কিছুতেই বড্ড বাড়াবাড়ি।
কথোপকথনের রাস্তায়,
অভিমান গুলো ফেলে রাখছ আড়াআড়ি।
বুঝতে পারছি কাঁদতে চাইছ, কাঁদো।
যেমন ইচ্ছে তেমন করেই চুল বাধো।
বলবো না; এলো চুলেই তোমাকে বেশি ভাল লাগে।
রাগ গুলো যখন তোমার নাকের ডগায় এসে থেমে যায়,
তখন আরো একটু বেশি সুন্দর হয়ে ওঠো তুমি।
আঁকতে চাইছ মন খারাপের রং তুলি দিয়ে, আঁকো।
ভাঙ্গতে চাইছ ভালবাসার তৈরি সমস্ত সাঁকো।
খুঁজে ফিরছ বিসন্নতার মাঝে সমাধান।
তৈরি করতে চাইছ সমান্তরাল ব্যবধান।
এভাবেই হয়, হ্যাঁ এভাবেই হবে।
আস্তে আস্তে আবেগের খাতায় লেখা অক্ষর গুলো অস্পষ্ট হয়ে আসবে।
কস্টের লাল রং জমবে না আর চোখে।
বেদনার জমাট নিল রং গুলোও ভেসে যাবে কালের স্রোতে।
তারপর দুজনেই ভুলে যাবো,
আমাদের ভালবাসায় বৃষ্টি নেমেছিল একদিন।