সময় চলে সময়েরে পিশে,
আপনাতেই যায় মিশে।
মানুষ; জীবন ব্যাপ্তিকাল বুঝিবারে,
টিক টিক ঘড়ি অবিরত অঙ্ক কষে।


জীবন আপন গতিতে রয়।
ভ্রুন, শিশু, বেড়ে ওঠা, অতঃপর ক্ষয়।
যা সৃষ্টি থেকেই চিরন্তন,
কখনও ফেরাবার নয়।


মরিবে বলেই জন্মেছিলে এ ভুবনে।
সুখ দুঃখ ভরা এই জীবনে,
সময়ের চাপ, সে তো সময়ের স্বভাব।
হবে অবসান, চির শান্তিময় মরনে।


আজকের সময় শোন বলি ভাই,
তুমি নাই, তোমা তরে কিছু নাই।
সকলজন্ম আগামীর তরে, প্রকৃতি কিংবা ক্লিয়া।
ভব সন্ধিক্ষণ বলে আমারে তাই।