একটি ঘরের ঠিকানা খুঁজে খুঁজে,
ত্রয়ী কালের ঘন্টি বাজে,
বেচে থাকা আশ্রয়হীন, নতোন্নত;
কণ্ঠপথ কণ্টকে; হেয়ালী সুর,
পুরাতন দেয়ালের খসে প'ড়া আস্তরণে,
ধরা প'ড়ে হৃদয়ের বিধ্বস্ত প্রতিচ্ছবি।
ঝলমলে ইমারত, বাসনার দ্বারে দ্বারে,
পুরু প্রসাধনীতে কিন্নরীরা, কিংবা-
সুন্দীয় হাতছানিতে ক্লান্ত নয়ন।
তাহাদের সীমানা পাড় হয়ে এসে;
একটি আশ্রয়, একটি ঠিকানা খুঁজে যায়।
নির্জনতায় নিভুনিভু প্রাণের ধ্বনি;
যেখানে সুখ আছে, আছে স্বজনী,
না পাওয়ার ব্যথারা ব্যর্থমনোরথে,
ফিরে যায় যেথা আনন্দধামের পাঁচিল ওপাড়ে।
সেই অর্ঘপাত্রে এক অঞ্জলি প্রেম দিতে।
বুকের অর্গল খুলে দিতে অনন্ত ভালবাসা।
এক মুঠো আনন্দ পেতে;
বিনিময়প্রথায় নয়,
বিশ্বাসের সবুজ প্রান্তে নিশ্বাসপ্রশ্বাসে,
মনের বসতজমিতে বসতি গড়তে,
একটি কুঁড়ে ঘর চাই।
দিবানিশি সুখের খেলায়,
এক চিলতে উঠোন চাই।
একটি সমুদ্রকোল চাই,
নোনাজলে করতে শুদ্ধ স্নান।
একটা ঠিকানা চাই,
একটু আশ্রয় খুঁজে যাই।