পাথরে পাথর ঠোকাঠুকিতে
জ্বলে উঠে আগুন।
আঁধার সরে যায়, আসে আলো।
হৃদয়ে হৃদয় ঠোকাঠুকিতে
ভালোবাসা আসবে না!
জ্বলে উঠবে না জীবন প্রদীপ,
তাই কি হয় বলো।
নয়নে নয়ন রেখে হয় দৃষ্টি বিনিময়।
তোমাতে আমাতে-
সেতো প্রার্থিব নয়।
দেখি মোরা শ্বাশত রুপ।
শিশুটি আসে, ধরা হাসে।
এভাবেই হয়,
এভাবেই হয়ে আসছেে-
হয় চিরন্তনের জয়।
আদি থেকে আজ পর্যন্ত।
সুন্দরের রুপ পয়োমন্ত।
যাপিত ক্ষয়িস্নু সাতত্য তুমি আমি,
দেখেছি সে নয়নভিরাম রুপ আগেও-
বেসেছি ভালো দুজন দুজনেরে
জানে প্রকৃতি,
জানে অতীত ও বর্তমান,
দেখিবে আগামী।