ইচ্ছে দিয়েই একটা জীবন সামলে নেওয়া যায়,
আগে-পিছে না ভেবে; লুকিয়ে ফেলা যায়
ম্যাজিকের মতো- সকল দুঃখ, স্বাদ-আহ্লাদ;
হাতের মুঠোয় শরীরবাদী চিন্তা, বেপরোয়া রাত
পার করে- নিশ্চিন্তে ফিরে যাওয়া যায়
পৌষের খুব কাছে; লেপের ভেতর থেকে উঁকি
দিয়ে দৃষ্টিভ্রমের খেলা খেলতে খেলতে
খুব সহজেই হওয়া যায় তোমার মুখোমুখি।
নেশাটেশা কিচ্ছু নয়, এভাবেও উদযাপন করা যায়
বৃষ্টির মতো- গানিতিক ছুড়ে দিয়ে বর্ষাবাণ,
অদৃশ্যকরণ তাজিবে ঢুকে পড়ে গায়েব হওয়া যায়।
মাত্রাহীন শরীর চুলকালে- নিতান্ত স্নানটি সেরে
আকাশে তাকানো যায়- বুর্জোয়া ব্যবসায়ীর পকেট থেকে,
দু'য়েকটা জীবনবীমার কোম্পানি শিকার করে
চোখ বুজে ডুবে থাকা যায় নদীতে,
জেলেদের চোখ ফাঁকি দিয়ে- মাছের ঝাকে।
ইচ্ছে দিয়েই ঘরের ভেতর সন্ন্যাসী হয়ে থাকা যায়,
পথে ঘাটে না ঘুরে; শুন্যে দেওয়া যায় উড়াল
তুলোর মতো- ভেসে ভেসে; একটি অবান্তর উড়াল।
ইচ্ছে দিয়ে এ সবকিছু সম্ভব- কেবল ইচ্ছা দিয়েই।


১০/০৬/২০১৯
আমবাগান, মগবাজার।