একঝাঁক বসন্ত তাড়িত বাতাস...
আমার পিছু নিয়েছে, দুপুরে।
হাত দুটো পাঞ্জাবির পকেটে,
আর দু'চোয়াল দুমড়ে মুচড়ে-
চোখগুলো অক্ষিকোটরে সামলে-
সজোরে হাই তোলার পর-
একঝাঁক বসন্ত তাড়িত বাতাস...
আমার পিছু নিয়েছে, দুপুরে।
মেরুদণ্ডে কটকট শব্দ উৎপাদিত হলে-
চোখ খোলা যায় না; আরামে।
কয়েক মুহূর্ত পর- বুঝতে পারি
মাথাটা হাল্কা ঘুরছে; বাকি সব স্থির।
তারপর রাস্তায়, অটোতে, রিক্সায়-
পার্ক হয়ে বাংলা একাডেমির পুকুরপাড়ে;
এমনকি- ১৭ নং স্টলের সামনেও-
একঝাঁক বসন্ত তাড়িত বাতাস...
আমার পিছু নিয়েছে, দুপুরে।
কুমন্ত্রণা দিচ্ছে ফিসফিস
একঝাঁক বাতাস,
রমনী তাড়িত বসন্ত বাতাস...
আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে
সেই দুপুর থেকে।
।।
রমনা পার্ক, ঢাকা
১৩/০২/২০১৯