কিছু পেতে নয় কিছু করতে এসেছিলাম,
কিছু ভাঙতে নয় কিছু গড়তে চেয়েছিলাম।
অনেক ভাঙা গড়ায় আহার নিদ্রা গিয়ে,
পিপাসায় ছটফট করেছিলাম।
যা কিছু ধরেছি ভেঙে গুড়িয়ে গেছে,
আমি মরুভুতিতে তা উড়িয়ে দিয়েছি।
তপ্ত বালিতে মিশে গেছে স্বপ্ন।
লগ্ন বয়ে গেছে, লগ্ন ভ্রষ্ট হয়েছি।
পথে ঘাটে লোকালয়ে নিভৃতে জনারণ্যে,
খুঁজে গেছি জীবন, খুঁজে গেছি হাসি।
শেষমেশ দেখি দুটোই ক্ষণজন্মা ।
পাওয়া না পাওয়া, করা না করা
ভাঙা গড়া,পিপাসায় ছটফট করে মরা।
শব মরাই মড়া। অচল নিথর
অসম্পূর্নতা গুলোই যেন পূর্ন জীবিত,
যতদিন অসম্পূর্ণ ততদিনই বেঁচে যাবে।
কেউ কেউ শুধু ওপারের পথে পথ হারাবে।


০৯/০৮/১৬