সেদিন ফুটপাতে দেখলাম- একজন গর্দভ
আরেকজন গর্দভের তুমুল প্রশংসা করছে।
মূল গর্দভদ্বয়কে ঘিরে ধরে আছে আরও-
আরও নানা আকার ও আকৃতির পাতি গর্দভ;
এবং তাদের দিকে দলে দলে অসংখ্য গর্দভ,
ছুটে ছুটে আসছে। হাঁসের পালের মতো
হেলে-দুলে। প্যাঁক প্যাঁক ধ্বনি তুলে-
জয় গর্দভের জয়, জয় গর্দভের জয়।
গর্দভরা জানে না, গর্দভ সঙ্গে গর্দভ বাস-
গর্দভদের নিয়ে গর্ববোধ করার কিছু নেই
তারপরেও গর্দভ আর গর্ববোধের মধ্যে
কোথাও একটা মিল আছে, সূক্ষ্ম মিল।
গর্দভদের দলে মিলেমিশে যাওয়ার পর
গর্দভীয় কবিতা লিখছি গর্দভদের জন্য।
...
মহাখালী, ঢাকা
১৪/০৯/২০১৯