রাখুন গুছিয়েগাছিয়ে; ভাঁজ করে- আলনায়। আপনার শোবার ঘরে। বাহান্ন শব্দের মধ্যেই লিখুন- আমায়। আর আঁকুন আপনার কামিজে- হাতের কারুকাজে। সাথে রাখুন মাদুলিতে পুরে- ডান বাহুতে। রাখুন বইয়ের ভেতরে- পাঠকালে। আরও রাখুন দুরন্তপনা বিকালে- জব্দ করে। সাজিয়ে রাখুন খাবার প্লেটে- ভাঁজা মাছের পাশে। এবং লোভনীয় কায়দায় পরিবেশন করুন- সবার পাতে। মেপে মেপে- নিজ হাতে। আর অবশিষ্টাংশ তুলে রাখুন-ফ্রিজে; হালকা আঁচে গরম হলে জুড়িয়ে যাবার পর। আমাকে পুনরুৎপাদন করুন ফুরিয়ে যাওয়ার আগে। আর আয়নায় বসে জুড়ে দিন কপালের ঠিক মাঝে- টিপের উপর। দিনশেষে যত্নে রাখুন গয়নার বাক্সে। এমনভাবে আমায় ছড়িয়ে ছিটিয়ে রাখুন- আপনার সর্বসাকুল্যে যেন প্রচুর আমাকেই দেখি।
।।
২৭/০৮/২০১৮
আমবাগান, মগবাজার।