শূন্যের মান অসীমেই আছে লুকানো।
সবই তো শূন্য, শূন্য সহ সব শূন্য।
ছোট শূন্য, বড় শূন্য সব এক সুতোয় গাঁথা।
একেও শূন্য থাকে। চোখেও শূন্য পাতা।
স্বাধীন শূন্য, পরাধীন শূন্য আকাশটাও।
দুঃখের মাঝে দুইটা শূন্য, বুকের মাঝেও।
ফাঁকায় শূন্য চাকায় শূন্য, চায়ের পেয়ালাতে।
শূন্য ছিল শূন্য আছে ফাঁসির দড়িটাতে।
শূন্যের মাঝে ঝুলছে সব, চন্দ্র সূর্য গ্রহ তারা।
বন্দুকের নল, চাপকল অর্থহীন সব শূন্য ছাড়া।
চশমার ফ্রেমে শূন্য, শূন্য আছে পরীক্ষার খাতায়ও।
গোলাকার শূন্য, বর্তুলাকার শূন্য নিরাকার সেও।
আংটি চুড়ি হাতঘড়ি সব শূন্যের ছড়াছড়ি।
কাচের বোতল, শূন্য হোমিও প্যাথের বড়ি।
জন্মে শূন্য, মহাশূন্য আছে মৃত্যুর পর।
জগতটাই যেন এক শূন্যের আধার।


সোয়ারীঘাট, কামরাঙ্গীচর
১০/০৫/২০১৬