যেদিন তোমার মনেও ভালবাসার ধ্বস নামবে,
সেদিন আমায় খুজে পাবে না তৃণা।
আমি সন্ধ্যায় মিলিয়ে যাব কালোর ভুবনে,
রাতের আঁধারে তোমার পিছু নেব ছায়া হয়ে,
ঘাস হয়ে যাব তোমার চলার পথে,
শিশির হয়ে ধুয়ে দেব তোমার রাঙা চরণ,
দখিণা বাতাস হয়ে ছুয়ে দেব তোমায় ভীষণ খরায়।
বৃষ্টি হয়ে তোমার তৃষ্ণা মেটাব ক্লান্ত কোন দিনে।
যেদিন তোমার ভালবাসার রঙ পাক ধরবে,
সেদিন আমায় খুজে পাবে না তৃণা।
আমি চলে যাব তোমার দৃষ্টির সীমানা পেরিয়ে,
সাদা মেঘ হয়ে উড়ে বেড়াব আকাশের বাঁকে বাঁকে,
তোমার মাথায় ছাতা হয়ে যাব রোদ্দুর এলে,
আমার উপস্থিতি একটু একটু করে জানান দিয়ে যাব তোমায়।
তুমি টের পাবে আমায়, তবুও ছুতে পারবে না সেদিন।
তোমার অবসন্ন চোখে ঘুম হয়ে নামব আমি,
আমায় ভাবার আগেই ঘুম পাড়িয়ে দেব তোমায়।
স্বপ্নেও আমার দেখা পাবে না তুমি
যেদিন তোমার দু'চোখ জুড়ে আমায় দেখার তৃষ্ণা জাগবে,
সেদিন আমায় খুজে পাবে না তৃণা।
আমি বাতাসে মিশে রবো, আমি সবুজে সবুজ হবো।
প্রকৃতির মাঝে লুকিয়ে যাবো নিজেকে আড়াল করে।
পশ্চিমে থেকে আসবো আমি পুবেও রবো,
তোমার বাড়ির জারুল গাছটায় কুটুম চড়ুই হবো।
ক্ষণেক্ষণে আমায় মনে করিয়ে দেব ভুলে যাবার আগে,
হুতুম পেঁচার মত ফুলতে থাকবে তুমি অভিমান মেশানো রাগে,
তোমার চোখে আমি গুনবো অপেক্ষার প্রহর।
মনের কোণে খুব যতনে বুনবো মায়ার জাল।
যেদিন তোমার ইচ্ছেরাও আমার স্মৃতি ঘিরে স্বপ্ন বুনবে,
সেদিন আমায় খুঁজে পাবে না তৃণা।
আমি ধুলোয় লুটাব, পথ হারাবো
চেনা পথে হারিয়ে যাবো অচেনার ভিড়ে,
দূর থেকে আরো দূরে সরে যাবো,আসবো না ফিরে।
তুমি কল্পনায় পাবে অতীত,পথে পথে আমি বিলাইব বর্তমান,
ভবিষ্যতের হাত ধরে হাটবো আমি।
তোমার স্মৃতি নামের মরা নদীতে আরেক বার করবো স্নান।
ঢেউ তুলে যাবো তোমার স্মৃতি নদীতে,জাগবে চর নয়তো ডাকবে বাণ,
কাচের মত নিঃশব্দে ভাঙবে স্বপ্নের ঘোর।
সত্যিই সেদিন আমায় খুঁজে পাবে না তৃণা।