মৃত দেহের রক্তে নেশা নাই
তরতাজা উষ্ণ রক্ত চাই।
দ্রুত ছুটি সন্ধানী বিজ্ঞাপন হাতে,
সন্ধ্যারতিতে এক ডালা টকটকে লাল জবা চাই।
দুর্গন্ধময় জগতে নাক চেপে হাটি,
তাজা ফুলের ঘ্রাণ চাই।
কর্কশ শব্দে কর্ণপথে গুজে দেই আঙ্গুল,
মধুর ধ্বনি শুনতে চাই।
চরম নগ্নতায় চোখ বুজে যায় ,
সবুজ শ্যামল প্রকৃতি চাই।
বুকের ভিতর দাবানল,
তৃষ্ণাতুর হয়ে ঠাণ্ডা জলে দিল দরিয়া ডুবাতে চাই।
তীব্র শীতে থরথর করে কাঁপি রাস্তায়,
মখমলি উষ্ণ কম্বল চাই।
বুভুক্ষু কুকুরের মত নর্দমায় নয়,
এক থালা গরম ভাত চাই।
                      29/10/2015