কাকা, মুখ লুকিয়ে কি বলো বাঁচা যায়?
কি করে যে পারো, আমি তো নিরুপায়।
কর্মের ছলে একই সে বৃক্ষের তলে
তোমার সাথে পরিচয় হল বলে,
আপন করে নিলে তুমি আর আমি তোমায়,
কাকা বলে গলা জড়িয়ে থাকতাম সব সময়।
দুষ্টামি আর বাঁদরামি তে করতে তুমি শাসন,
লাল পানিটা বেশি খেলে করতে একটু বারণ।
তোমার প্রেমিকাকে চাচি বলে ক্ষেপাতাম কতবার,
তুমি এসে কানটা মলে দিয়ে কথা বলতে আবার।
কাকা আজও বাজে আমার ফোনে তোমার গাওয়া গান,
সব ভুলে আজ মুখ লুকাও, আমার প্রতি এই বুঝি ছিল টান।
কাকা, মুখ লুকিয়ে সত্যিই কি বলো বাঁচা যায়?
পরিচিত মুখ হারিয়ে আমি যে আজ বড্ড অসহায়।
খুব কমই ছিল আমার খাতায় তুমি যাদের নাম,
অতি আপন ছিল যারা তাদেরই কেবল তুমি ডাকতাম।
খুব বাদর ধরনের ছেলে আমি তুমিও ভাল জানো,
দোষ ত্রুটি ক্ষমা করো, যদি ভাতিজা বলে মানো।
তোমার আসনে কেউ বসেনি, রয়েছে আজও ফাঁকা,
আমি যে লুকাতে পারি না মুখ, ফিরে এসো কাকা।
                                              ১২/০৬/১৫