ইচ্ছের বিরুদ্ধে ছুটি চলি,
চলে যাই পরিচিত ভুবন ছেড়ে,
কত অপরিচিত আনন্দলোকে।
মুখ বুজে সুখ খুঁজে যাই।
এখানে খুঁজি ওখানে খুঁজি,
ফাঁকি দিয়েছে সুখ পাখি বুজি।
স্মৃতিধারণ করতে ব্যস্ত সমস্ত যুবক যুবতি,
ওদের মেমোরি সেল খুবই দুর্বল।
বড়ই মনভুলো টাইপের ওরা,
খামখেয়ালি পনায় টইটুম্বুর যৌবন কাল,
ওদের পায়ের খুব নিকটে লুটোপুটি খায়
কত আনন্দ কত উল্লাস!!!
সুখারতিতে পূর্ণ এমন কোন জায়গায় এসেছি,
মুখ বুজে সুখ খুঁজতে!!!!
ছেলেবেলা কত খেলা,করে হেলা ফেলা।
এদল ওদল ক্রিকেট আর ফুটবল,
ছিল কত শত খেলা, দাড়িয়াবান্ধা
গোল্লাছুট, বৌছি আরো ছিল মাঠবল।
আদুল গায়ে অবহেলার বাতাস লেগে
কখন জানি ফুরায়ে গেছে বেলা।
সন্ধ্যালোকে আজ বড়ই অসহায়,বড়ই একেলা।
সময়ের স্রোতে বেড়ে ওঠা এমনই একদল নরনারীর ভিড়ে,
এসেছি ছেলেবেলার ফেলে আসা কিছু সুখ মুখ বুজে খুঁজতে।
এখানেও সেই পুরনো উত্তরের পুনঃধ্বনি শুনি।
পেটে পাথর বেধে এখানে ছুটেছে কিছু অসহায় মুখ,
বুকেপিঠে বাজে ক্ষুধার বাদ্য,
চারিদিকে চিৎকার শুনি,
খাদ্য চাই খাদ্য!!!
                           ১৯/১০/১৫