চারপাশ স্তব্ধ, মানুষের গন্ধ নাই
পিত্তরসে তিক্ততা, হিংসায় জ্বলে যাই।
ক্ষমতা নাই কেউ তাই শোনেনা কথা,
মন্দ মানুষে গন্ধ ছড়ায় যথা তথা।
চাহিদা ফুরালে তোরে ফেলে দেবে ছুড়ে,
এটাই নিয়ম, চলছে জগত জুড়ে।
কুড়িয়ে নিবে তোরে আবার অন্য কেউ,
নতুন করে সাঁতরাবি গুনবি ঢেউ।
কানে যাবে পানি, খামাখা টানবি ঘানি
বদনাম হবে তোর, আরো হবি চোর।
ছুটে যাবি জানি, মিছেমিছি হয়রানি
ভেবে রাত হবে ভোর, পাবি না উত্তর।
একই দলে তোরা যারা ক্ষমতা-হীন
ধৈর্য্যকে পুঁজি কর, আসে যদি সুদিন।


২৯/০৪/২০১৬
মোল্লাপাড়া, ষাটফিট