সকালে বৃত্ত, দুপুরে ত্রিভুজ
আর রাতে এক ও এক প্লেট যোগবিয়োগ;
বেছে বেছে গুনভাগ,
যেভাবে বাছে মাছের কাঁটা।
শরীর থেকে বেরিয়ে যাক একঝাঁক মৃত্যু।
যেমন বেরিয়ে যায়- পকেট থেকে টাকা,
হাত থেকে সময়, পা থেকে হাঁটা।


এতো দ্রুত কেউ হাঁটে নাকি?
এর'চে দৌড় ভালো,
কুকুর হলে হাড়গোড় ভালো,
রক্ত-মাংস-চামড়া ভালো।
ক্ষুধাই তো বাড়ায় খাবারের স্বাদ,
মসলা থাকে খামাখা।
বেশি ক্ষুধা পেলে জামা খা,
ধুতি-পাঞ্জাবি-টুপি খা।
ক্ষুধার ধর্মে হারাম বলে কিছু নেই।
।।
কাঁটাবন, ঢাকা।
২০/০১/২০১৮


"#এক_বৈয়াম_দানাদার_চেতনা" থেকে।