এসব শিল্প শিল্প খেলা
তারপর মদ খেয়ে বেঘোরে ঘুম
অথবা পদ্য মদ্য দ্রুম
সে যাই হোক
কিংবা অতি ছোটলোক
গ্লাসের তলাতেই লেগে থাক
ভুলভাল জাগায় দাড়ি কমা বসায়
অযথা টাকা পয়সা খসায়
যদিও তারা বন্ধু বা বন্ধুর মত
কাজও হয়,
অকাজও কম নয়
কাথা বানানে যেমন চন্দ্রবিন্দু
না দিলে ঘুমে ডিসটার্ব
অথবা কারো মুড ভালো নেই
এ সময়টাই খারাপ
তবুও আমি এবং আমরা
যারা আমদের মত
দিব্যি খায় প্রেমিকাকে ছুঁয়ে
সকাল অথবা বিকেলে
অথবা রাতেই ঘুমোনোর আগে
তারাও খুব ভালোবেসে জানে
এসব প্রেম প্রেম খেলা
গ্লাস ভর্তি মদ শেষ হলে যেমন
ঝিমঝিম ভাব,
আবার পেগ পেগ মদ ঢালো
ভাগজোক করে খাই
তারপর বোতল শুন্য হলে
টা টা বাই বাই
পঞ্চাশ এমএল এর পেগও
একটা শিল্প বই কিছু নয়
তবুও খেলা তো খেলাই।


কাঁটাবন, ঢাকা
৩০/১১/২০১৭