পৃথিবীর প্রভবাশালী জীব
রক্ত তাদের লাল,
মানুষ নামে পরিচিত,
প্রতিটি মানুষের মন,
আলাদাভাবে সজ্জিত।
অক্সিজেন গ্রহণে বাঁচে তারা,
বাংলাদেশি মানুষ,
মাছে-ভাতে বাঙ্গালি,
এটা একটা ধারা....!
সুজলা সুফলা,শস্য-শ্যামলা,
পরিবেশে বেড়ে উঠে তারা...!!
আতিথেয়তা,মোহাব্বাতে হৃদয় ভরা।
গ্রামের মানুষ ব্যস্ত বিভিন্ন কর্মে,
বিদ্যুৎ না থাকলে,
প্রকৃতির বাতাস শীতল করে তাদের গরমে...!
মাছ ধরা,ধান-চাষ, শিক্ষকতা,চাকরী,কাঁথা বুনন,
করছে সন্তানের ছোটখাটো চাহিদা পূরণ।
শহুরে মানুষ বহু পেশায় নিয়োজিত,
প্রযুক্তি,বাণিজ্য, করপোরেট পেশায় বেশি জড়িত....!
প্রতিটি প্রতিবাদে দেশের মানুষ হয় এক ও একত্রিত,
বাংলাদেশি মানুষ বড়ই বিচিত্র।