তুমি হাজার বছরের জন্যে এলেও পারতে?
দেখো মানুষ সুখ কিনে? আমরা না হয় সুখ ভাগাভাগি করতাম!
তুমি তোমার দুঃখ গুলো আমায় দিলেও পারতে! আমি না হয় আমার সুখ তোমাকে দিতাম!
তুমি তোমার মন খারাপ গুলো আমায় দিলেও পারতে,
আমার খুশি গুলো না হয় তোমায় দিয়ে দিতাম!
তুমিতো থাকতে দিলে না,
অল্প একটু জায়গা দিলেও পারতে....!
আমার পুরো মনের জায়গায় তো তোমাকে দিয়েছিলাম...!!
শোনো, থাকো তুমি তোমার সুখের জায়গায়,
আমি না হয় তোমার জায়গাখানা ভাসিয়ে দিবো ডিঙ্গি নৌকায়!
হয়তো ডুবে যাবে একদিন! সেই অপেক্ষায়!
ক্ষমা করো আমায়, জোর করে ভালোবাসা পাওয়া না যায়...!
কি করবো বলো? মনকে তো বোঝানো বড় দায়।
থাকো তুমি সুখে,
তোমার প্রিয়ার কাছে,
হাসি থাকুক তোমার মুখে!