তুমি আমি এক পথের যাত্রী, তবু আলাদা,
দুই ধারের বাতাস, দুই রকম ছোঁয়া।
একই আকাশ, তবু রংগুলো ভিন্ন,
একই গল্প, কিন্তু দুই রকম শোনা।

শব্দগুলো আসে, কিন্তু ছুঁতে পারে না,
চোখের ভাষা বোঝে না কেউ আর।
একসময় যেখানে ছিল বন্ধন অটুট,
আজ সেখানে নি:শব্দ ব্যবধান ভার।

একই শহর, একই রাস্তার চলা,
তবু কেন দূরত্ব বাড়ে প্রতিদিন?
এত কাছে থেকেও এতটা দূরে,
কেন সম্পর্ক হলো এত বিসরীত বিনিময়?

হয়তো সময়ই এনেছে এই দূরত্ব,
হয়তো আমরা বদলে গেছি চুপিসারে।
কিন্তু ব্যবধান কি সত্যিই শেষ হবে?
নাকি চিরকাল এভাবেই থাকবে আমাদের মাঝে?