পুরো ভারত দখল করে দিগ্বিজয়ী  বীর আলেকজান্ডার
প্রমাণ করতে চেয়েছিল সে বড় গ্রীক মিথলজির
ডিওনাইসাস ও হারকিউলিসের  চেয়ে
ভূখণ্ড দখল করতে করতে উত্তর-পশ্চিমাংশে এসে থেমে গেল জয়যাত্রা,
যখন গেল তারা সৈন্যরা বিগড়ে।


তখন ঘরে ফেরার পালা
মাঝে একটু অবকাশ।
এই অবকাশে একটা সখ মাথা চাড়া দিয়ে ওঠে,
খোঁজে নিজে সাধু মানুষ, জমাতে চায় আলাপ দর্শনে।


সাধুর দেখা পেলো নদীর পাশে তার গাছ-পাতার ডেরাতো।
দর্শনের কথা শুনতে শুনতে শেষ সেই সাধু বললো,
এত জায়গা-জমিন দখল করে কী লাভ তোমার?
জীবনের সব কিছু ফেলে রেখে
নিজ বাসভূমি ছেড়ে এসে
এতো জীবনের রক্তখেলা খেলে
অশান্ত ও অভিশপ্ত জীবনের পিছু ছুটে?
তোমারতো দরকার শুধু শরীরের মাপে একখণ্ড জমি,
তাও তো একদিন আর জানবে না কেউ
কে শুয়ে আছে সেখানে!