কাঁচের বোতল নিজের হাতে
আজকে দিলাম খুলে,
আটকাবো না আর কখনো
অন্ধ মনের ভুলে।  


যা জোনাকি যা উড়ে যা
আপন মনের টানে,
যা মিশে যা বাঁশের ঝাড়ে
ঝিঁঝিঁ পোকার গানে।


ঘরে ফেরার ক্লান্ত পথিক
পথটা যদি হারায,
রাতের আকাশ চিনে নিবে
জোনাক জ্বলা তারায়।