গাছ পাথর হয়, বলে 'পেট্রিফাইড ট্রি'
গাছের শাখা পাথর হয়
গাছের পাতা পাথর হয়।
আর মানুষ?
মানুষও পাথর হয়।
মানুষের মন পাথর হয়
মানুষের চোখ পাথর হয়।


পাথরের কি হয়?
উঁচু থেকে গড়াতে গড়াতে পাথর
বিভিন্ন মাপের ও আকারের টুকরা হয়
পাথরের টুকরা ভেঙে কাঁচ বালি হয়
নদীর বুক থেকে তোলে কাঁচ বালি
সিমেন্ট পানিতে মিশে কংক্রিট হয়
ঘর-বাড়ি-অফিস-আদালত হয়।


পাথর কণা চুপচাপ পাথর মানুষের কান্না দেখে।