আমি আধাঁর হতে যখন আলোতে পর্দাপণ করলাম-
আলোর হাসি আমাকে শিহরিত করলো
অবাক চোখে অবলোকন করলাম মায়াবী মহাবিশ্ব
আলোয় গড়া মায়ার কারাগার
আলোর অট্টহাসি আমাকে জানিয়ে দিলো -
এই কারাগারে আমি একজন নতুন কয়েদি
আমি ভুলে গেলাম আমার অতীত
ভুলে গেলাম মহাবিশ্বের পথে আমার যাত্রার উদ্দেশ্য
আমি মায়ার টানে মন হারালাম
হারালাম শেকড়
আধাঁর ঘরের দ্বীপ নেভালাম
পুড়িলাম অন্তর
এখন আমি ভ্রান্ত পথিক
ভ্রান্ত নেশায় ঘুরি
আলোর কারাগারে আমি নোনাজলে ডুবি
আমার ভেতর সাত সমুদ্দুর
উথাল-পাতাল ঢেউ
আমার মধ্যে আধাঁর ঘুমায় জানে না তা কেউ
আমার মধ্যে পাহাড়-পর্বত  
শিলা রাশি রাশি  
আমার মধ্যে প্রবাল দ্বীপ
নিরবে বাজায় বাঁশি  ।


ইতোমধ্যে হঠাৎ একদিন অদৃশ্যের সানাই
বেজে উঠলো কর্ণকুহুরে বাদ্যযন্ত্র ছাড়াই
অদৃশ্য বাঁশির তীক্ষ্ম স্বর জিজ্ঞেসিলো আমায়
"কেন তুমি আলোর কারাগারে
কি তোমার অভিপ্রায়  
এখনো তুমি ঘুমিয়ে আছো ভ্রান্ত মায়ার নেশায় "
আমি চোখ মেললাম -
আলোর অট্টহাসি আমার কানকে ঝলসে দিলো
আমি চিৎকার করে উঠলাম
চিৎকার করে জানিয়ে দিলাম -
আমি চিরমুক্তির লক্ষে এসেছি
আলোর শেকল পড়েছি আলোর কারাগারে
কয়েদি হতে নয় মুক্ত হতে
আমি জানি -
এই কারাগার অদৃশ্যের হেঁয়ালি মনের আলপনা
এই কারাগার সময়ের নির্দেশনায়
অতি যত্নে গড়া কল্পনা  
এই কারাগার আলোয় গড়া নিয়মের খামখেয়ালীপনা
এই কারাগার মায়াজালের ফাঁদ  
মায়া বন্ধনের যন্ত্রণা  
আমি কয়েদি রূপে এই কারাগারে আবদ্ধ হতে আসিনি
আমি এসেছি মুক্তির বারতা নিয়ে  
মুক্তির সরাব হাতে
মুক্তির রসদ কুড়াতে  
আমি সদৃশ্যে এসেছি অদৃশ্যে মিলাবার জন্যে
মুক্তির টানে পথে নেমেছি
পথের টানে নয়  
আলোর হাতে হাত রেখেছি
আধাঁর করিতে জয়  
আধাঁরই অনন্ত আধাঁরই মুক্তি
আধাঁরে হারাতে চাই
মুক্ত জীবন আধাঁরই আধাঁর
আলোতে সে নাই ।