সীমানা পেরুবো বলে -  
অনেক দূর ছুটে চলেছি -
ছুটে চলেছি আপন মহাবিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে
স্বীয় অন্তঃপুরের অলিগলি
অসীম-অতল উজ্জ্বল নক্ষত্রপুঞ্জ পেয়েছি
পেয়েছি গ্রহ-উপগ্রহের কক্ষপথ,ছায়াপথ,উল্কারাশি
আরো কত কি !  
আরো পেয়েছি -
ব্ল্যাকহোলের অতলে রহস্যাবৃত গহ্বর
পূর্ণিমার তেজহীন স্নিগ্ধ আলো
পেয়েছি অমাবস্যার নিগূঢ় কালো
সেই কালোতে আবার হাজারো তারকারাশি
হাজারো জিজ্ঞাসার অবতারণা !
কূল পাইনি, সীমানা অজানা !
আয়নার সামনে দাঁড়িয়ে হতবাক আমি -
একি, এ তো আমি ! ফ্রেমে বন্দি সীমানা !
সীমানা পেরুবো বলে -  
অনেক দূর ছুটে চলেছি
ছুটে চলেছি স্বীয় অন্তঃপুরের দশদিক
আর চেনা-অচেনা অলিগলি
পেয়েছি কূলহীন অথৈ সাগরে ঢেউয়ের গর্জন
সাদা মেঘের শুভ্রতা, কালো মেঘের নিনাদ
কখনো বিজলি, কখনো বজ্রপাত
দেখেছি,ঝড়ো হাওয়ার সাথে অঝোরে ঝরে পড়া বৃষ্টি
পরক্ষণে অগ্নি হাসিতে মন ভুলানো রবির দৃষ্টি
আরো কত কি !
পেয়েছি খুঁজে চির সবুজ মাঠের প্রশান্তির হাসি
কাঠফাঁটা খরা আর তৃষ্ণার্ত পৃথিবী
কূলভাঙ্গা ঢেউ পেয়েছি -
পেয়েছি খুঁজে নতুন চরে নতুন বসতি  ।  
সীমানা পেরুবো বলে -  
ছুটে চলেছি মেরু থেকে মেরুতে
স্বীয় অন্তঃপুরের অলিগলি
রক্তরাগে রঞ্জিত আকাশে সূর্যোদয় দেখেছি  
আর আলোকিত পৃথিবীতে স্বপ্নভরা জীবন
অবাক চোখে তাকিয়ে দেখেছি -
গোধূলি বেলার রক্তিম নীলিমা আর সূর্যাস্ত
অবশেষে রাতের গহ্বরে একটি দিনের মৃত্যু
হাজারো অমীমাংসিত প্রশ্নের অবতারণা !
কূল কিনারা পাইনি ,সীমানা অজানা !
আয়নার সামনে দাঁড়িয়ে হতবাক আমি
একি ! এ তো আমি ! ফ্রেমে বন্দি সীমানা !