শত লাঞ্চনা বঞ্চনা আর
বিপত্তি পয়োধি সেঁচে
নাকি খুঁজতে হয় ফুল,
আমি খুঁজেছি
বহু খুঁজেছি
ধ্যান করেছি হয়ে উন্নত মশগুল।


এক গুচ্ছ ক্লান্তির কালো ছাপ
আর্তি শৈল ডিঙ্গিয়ে অনন্তর
একটু একটু পাদদেশ ফেলে সম্মুখে
ধর্য্যের খেলা খেলেরে তবে বাপ
নিতে হয় তাজা ঘ্রাণ, ধরতে হয় প্রসূন।


আমি ধরেছি
কতবার যে ছাঁকা ধর্য্য ধরেছি
আমি মরেছি
কতবার যে এক জীবনে মরেছি
আমি কোন কালে অনুবৃত্তির বাহির যায়নি।
তবু পায়নি
আমি পায়নি
সত্যি বলছি-
আজও আমি ফুল পায়নি।


-------------------------------------------------
জিগাতলা
ধানমণ্ডি, ঢাকা।