সকালে জেগে উঠিয়া আমি
দেখি যেন প্রথম মায়ের হাসি,
আমার কাছে নাই কিছু দামি
মা ছাড়া সবে যেন বানভাসি।


সকাল হবে নাকো মধুময়
মায়ের মুখে না ফুটলে হাসি,
যত হউক আলোর অভুদ্যয়
মা ছাড়া সবে যেন বানভাসি।


নরম রবির আলতো ছোঁয়ায়
উঠিব জেগে আগে সবার,
তোমার হাসি না দেখলে মাগো
দূর হইবে না আঁধার।