ছোটবেলার কতো স্মৃতি মনে ভেসে আসে
ছিপ ফেলতাম জলে বুড়ো আম গাছটির পাশে,
তাল কুড়োতে যেতাম সেই ভোরবেলা
বস্তা নিতাম নরম কাঁধে আর হাতে মশাল জ্বালা।
ইস্কুল থেকে ফিরে যেতাম ধানের শীষ কুড়োতে
গামছায় মুড়ি খেতে খেতে সেই বিকেলের শীতে,
খেলতাম কাঁচের গুলি সব বন্ধুরা একই সাথে
সন্ধ্যা হলে বাড়ি ফিরতাম শুধুই খালি হাতে।
কান্নায় সাগর ভরা, খেলায় হেরে গেছি বলে
মা বলতো, "এবার খুশি? গেল সব টাকা জলে",
বর্ষায় লাঙ্গল হাতে বাবা,আমি তাঁর পিছু পিছু
ধরতাম শামুক ও মাছ তবে ভয় পেতাম দেখে বিচ্ছু,
কেঁচো ও হরেকরকম পোকার মেলা
কেউ বা জলে কেউ বা ডাঙায় করতো খেলা।
বেলা হলে মা আনতো খাওয়াতে পান্তাভাত
কাঁচা লঙ্কা ও পেঁয়াজে পেতাম অমৃতের স্বাদ।
হে জননী, কোথায় সেই প্রেম-মাখা দিনগুলি?
কি করে সোনায় ভরা আবেগ এতো সহজে ভুলি,
ফিরিয়ে দাও আমার সেই সোনালী বাল্যকাল-
ফিরিয়ে দাও সেই সবুজে ভরা সভ্য সকাল।